Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

টিকটিকি পতনের ফলাফল

 টিকটিকি পতনের ফলাফল 

১। মাথায় টিকটিকি পড়লে রাজ্যলাভ বা রাজতুল্য সুখলাভ বুঝায়। 

২। কানে টিকটিকি পড়লেঅলঙ্কারাদি লাভ হয়েকে। 

৩। বুকের পাঁজরে ও চোখে টিকটিকি পড়লে বন্ধুর সঙ্গে সাক্ষাৎকার ঘটে। 

৪। নাকে টিকটিকি পড়লে—সুগন্ধিবস্তু লাভ হয়ে থাকে। 

৫। মুখে টিকটিকি পড়লেমিষ্টদ্রব্য ভােজন হয়। 

৬। কণ্ঠে টিকটিকি পড়লে—অর্থাগম হয়। 

৭। বাম ও ডান বাহুতে টিকটিকি পড়লেমানসিক আনন্দ লাভ হয়। 

৮। হাতে বা করতলে টিকটিকি পড়লে-অর্থলাভ হয়ে থাকে। 

৯। হৃদয়ে টিকটিকি পড়লে সােহাগ বৃদ্ধি পায় বা সােহাগ লাভ হয়। 

১০। পিঠে টিকটিকি পড়লেভূ-সম্পত্তি লাভ হয়। 

১১। কোমরে টিকটিকি পড়লে নতুন বস্ত্রাদি লাভ হয়।

 ১২। গুহ্যদ্বারে টিকটিকি পড়লে—মৃত্যুভয়। 

১৩। জ্বানুদেশে টিকটিকি পড়লে—অর্থক্ষয় হয়। 

১৪। ওপর থেকে যদি সামনের দিকে টিকটিকি পড়ে, তবে যানবাহনাদি লাভ হয়। 

১৫| পায়ের ওপর টিকটিকি পড়লে—দেশ ভ্রমণ হয়। 

১৬। পায়ের তলা থেকে উদ্ধদিকে টিকটিকি উঠলে—অমঙ্গল সূচনা করে।

Post a Comment

0 Comments