Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বিদায়ী মানপত্র লেখার নিয়ম - বিদায়ী মানপত্র Farewell certificate

 ......................#বিদায়ী #মানপত্র #(নমুনা)............................

বিদ্যালয়ের................... মাননীয় ........................ মহাশয়ের চাকরি জীবনের অবসর দিনে
মানপত্র
'যেতে নাহি দিব ' - তবু যেতে দিতে হয় । হে বিদ্যালয় গঠনের কারিগর , আপনার অক্লান্ত পরিশ্রম ও অভূতপূর্ব কর্ম নৈপুন্যে আমাদের বিদ্যালয় আজ শক্তি -সামর্থ্যে ও গৌরবে ধন্য । প্রাসাদোপম এই অট্টালিকা ,খেলার মাঠ ছাত্রাবাস, বিজ্ঞানাগার , পাঠাগার – সবকিছু মিলে আমাদের বিদ্যালয় এই এলাকার গর্ব । আপনার নিরলস কর্মজীবন আমাদের কর্মপ্রেরণIর উত্স হয়ে থাক । আপনার অনুসৃত সততা , ন্যায়পরায়নতা , দায়িত্ব -কর্তব্যবোধ , নিয়ম -নিষ্ঠা , অধ্যাবসায় , ত্যাগ ও আদর্শ আমাদের সমগ্র জীবনপথের দিশারী হোক । আপনি সুস্থ শরীরে শতায়ুর গৌরব লাভ করুন, আপনার অবসর জীবন সুখে-শান্তিতে আরো সুন্দর আরো মধুময় হোক ।
......................... বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা,শিক্ষাকর্মী,ছাত্র-ছাত্রী ও পরিচালন সমিতির সদস্য বৃন্দ ।
================================================
............................. ......................... মহোদয়ের অবসরজনিত বিদায় উপলক্ষে .............................. পক্ষ থেকে
শ্রদ্ধাঞ্জলি
হে বিদায়ী গুরুজন,
ফাগুন বেলা, শোভিত শিমুল-পলাশের বন, কোকিলের কুহুতান। বসন্তের এমনি এক উদাসী ক্ষণে বিদায় নামের বেদনা বিধুর পর্বে আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেনো এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাইতো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। আমাদের হৃদয়-মন আজ বিষণ্নতায় আচ্ছন্ন; আমাদের চোখ আজ অশ্ত্রু ছল ছল।
হে শিক্ষাগুরু,
নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল; অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসেবে অনেকেই আজ শত ক্রোশ দূরে থেকেও আপনার মত মহান কর্মীকে শ্রদ্ধাভরে স্মরণ করে। তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি পরম শ্রদ্ধায় অবনত।
হে নিরলস কর্মী,
প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী। তাইতো আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখর। নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ। আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা সত্যিকার জ্ঞানের যে সন্ধান পেয়েছি, তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে চির ভাস্বর হয়ে বিরাজ করবে।
হে মহানুভব,
আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোল ধ্বনিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাষ্পরুদ্ধ; আমাদের চোখ আজ অশ্রু ছল ছল । স্নেহভাজন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। বয়সজনিত চপলতায় হয়ত কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি; আমাদের কথায় বা আচরণে হয়ত কষ্ট পেয়েছেন। আজ এ বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবি- আপনি আমাদের ক্ষমা করে দেবেন।
পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ-শান্তিতে সমৃদ্ধ- পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা।

Post a Comment

0 Comments