Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

যতুকতত্ত্ব না জানলে জেনে নিন

 যতুকতত্ত্ব (সুব্রহ্মণ্য হইতে)

মুখের বামভাগে যৌতুক থাকিলে সুখী ও ধীর হয়। দক্ষিণভাগেঃসম্মান ও রাজবৎ সুখী।বামহস্তের কনুইয়ের ওপরদুঃখী। কনুইয়ের নীচেঃঅভিভাষী। দক্ষিণ হস্তের কনুইয়ের উপরঃনিন্দিত চরিত্র। কনুইয়ের নীচে কামুক। বামবক্ষেঃপরধন লাভে গর্বিত। দক্ষিণবক্ষেঃমূখ ও পাপী। নেত্রেঃহীন দৃষ্টিশক্তিসম্পন্ন বুদ্ধিমান ও দাতা। করতলেঃঅঞ্চণী ও অগ্রবাসী। পদতলে ধননাশকারী ও অর্ধমূর্খ। পায়ে পীড়িত ও অসুখী। জননেন্দ্রিয়ং কামুক ও নিন্দিত চরিত্র। উরুতেঃনষ্ট চরিত্র ও পরদারলােভী। রামপাদমুলেঃঅজ্ঞ, অশিক্ষিত। দক্ষিণ পাদমূলে ভ্রমণশীল। কর্ণেশ্রুতিধর ও সুভাষী। কটিদেশেঃ দৈহিক পীড়ায় কাতর ও সর্বদা অসুখী।


নিতম্বেঃঅস্বাভাবিক অভিগমনপ্রিয়। পৃষ্ঠেঃদাতা, ধীর ও শান্ত। জানুতেঃবলিষ্ঠ, ভোক্তা ও পরােপকারী।

Post a Comment

0 Comments