Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্র বলা হয় কেন ?

  বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থা বজায় রাখতে চায় এবং সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে চায়। উভয় ক্ষেত্রেই বস্তু তার স্থিতিশীল এবং গতিশীল অবস্থা পরিবর্তনে বাধা দেয়। পদার্থের এই ধর্মকেই জাড্য বলে। পদার্থের এই জাড্য ধর্মের কথাই বলা হয়েছে নিউটনের প্রথম গতিসূত্রে। তাই নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্যসূত্র বলা হয়।

Post a Comment

0 Comments