ফেরেলের সূত্র কাকে বলে?
উত্তর- নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে পৃথিবীর আবর্তনের গতিবেগ ক্রমশ কমে যায়। আবর্তনের বেগে এই পার্থক্যের জন্য বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত প্রভৃতি ভূ-পৃষ্ঠের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি গতিশীল পদার্থই উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হওয়ার সময় সোজাপথে প্রবাহিত হতে পারে না। প্রবাহপথ বেঁকে যায় বা গতিবিক্ষেপ ঘটে। এই গতিবিক্ষেপ একটি নির্দিষ্ট নিয়মে হয়। বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁদিকে বেঁকে যায়। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী উইলিয়াম ফেরেল ১৮৫৫ খ্রিস্টাব্দে এই সূত্রটি প্রতিষ্ঠা করেছিলেন বলে গতিশীল পদার্থের গতিবিক্ষেপ-সংক্রান্ত এই নিয়মটিকে ফেরেলের সূত্র বলে ।
0 Comments