Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

নিবিড় মাছ চাষে মাছকে কী খাদ্য দেওয়া যাবে?

প্রশ্ন: মাছকে কী খাদ্য দেওয়া যাবে? 

উত্তর: যেহেতু পুকুরের বিভিন্ন জলস্তরে প্রাকৃতিক খাদ্য খেয়ে মাছের বৃদ্ধি হয়, তাই পরিপূরক

খুব বেশি প্রয়োগ না করলেও চলে। তবে প্রয়োজন হলে চালের কুঁড়ো, গমের ভুসি, ভুট্টার গুঁড়ো, সয়াবিন, বাদাম, সর্ষের খোল, শুঁটকি মাছের গুঁড়ো এবং ভিটামিন ও খনিজ পদার্থ একসঙ্গে মেখে পুকুরে ছিটিয়ে খাবার হিসেবে প্রয়োগ করতে হবে। দিনে ২-৩ বার খাবার দিতে হবে। সূর্যাস্তের পরে কোনও খাবার দেওয়া উচিত নয়। ভোরবেলা খাবারের পরিমাণ সব থেকে বেশি, দুপুরে তার থেকে কম এবং বিকেলে আরও কম প্রয়োগ করতে হবে।


Post a Comment

0 Comments