Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

নিবিড় চাষে পুকুর প্রস্তুতির পদ্ধতি?

 পুকুর প্রস্তুতির পদ্ধতি? 

উত্তর: বৈশাখ-জৈষ্ঠ্য মাসে পুকুরের সমস্ত মাছ তুলে ফেলে পুকুরে জৈবসার প্রয়োগ করতে হবে। যেমন কেঁচোসার বা গোবরসার। তার পরে পুকুরের মাটিতে লাঙল চালাতে হবে। এরপর পুকুরের তলদেশের মাটির পিএইচ পরীক্ষা করে চার দিন পরে উপযুক্ত পরিমাণে কলিচুন প্রয়োগ করতে হবে। প্রথম বর্ষার জলে পুকুর ভরে উঠলে মাছ ছাড়তে হবে। সার প্রয়োগের ফলে পুকুরে প্রাকৃতিক খাদ্যকণা জন্মাতে সাহায্য করে।

Post a Comment

0 Comments