Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

নিবিড় মাছ চাষে পুকুরে কতটা মাছ ছাড়ব?

 পুকুরে কতটা মাছ ছাড়ব?


 উত্তর: সাধারণত ১ বিঘা পুকুরে ২ হাজারটি মাছ ছাড়া যেতে পারে। মাছের অনুপাত হল, কাতলা ৩০০, সিলভার কার্প ৫০০, রুই ৪০০, গ্রাস কার্প ২০০, মৃগেল ৩০০, আমেরিকান রুই ৩০০। জাপানি পুঁটি মাছের চাহিদা স্থান বিশেষে বাজারে বেশি থাকে। সুতরাং জাপানি পুঁটি পুকুরে ছাড়তে হলে রুই ও গ্রাস কার্পের পরিমাণ কিছুটা কমিয়ে তার দেড়গুণ পরিমাণ জাপানি পুঁটি ছাড়তে হবে। স্থান বিশেষে বাজারে বাটা মাছের চাহিদাও বেশি থাকে, বিশেষ করে শীতকালে বাটা মাছ দ্রুত বৃদ্ধি পায়। সে ক্ষেত্রে মৃগেল ও আমেরিকান রুইয়ের পরিমাণ কিছুটা কমিয়ে তার জায়গায় বাটা মাছ ছাড়া যেতে পা

রে।


Post a Comment

0 Comments