Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

নিবিড় মৎস্য চাষ কী?

 নিবিড় মৎস্য চাষ কী?

উত্তর: সাধারণত মাছচাষিরা পুকুরে এক, দুই বা তিন রকম প্রজাতির মাছ চাষ করে থাকেন। কিন্তু এর ফলে পুকুরের বিভিন্ন প্রাকৃতিক খাদ্য ঠিকমতো ব্যবহার হয় না। তার ফলে পুকুরের বাস্তুতন্ত্রও নষ্ট হতে পারে। তাই ছয় রকম প্রজাতি পরস্পর 'মিত্র' এবং ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাসযুক্ত মাছের একই পুকুরে চাষ করাকে নিবিড় মৎস্য চাষ বলা 

হয়।


Post a Comment

0 Comments