Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

শকুন সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থাগুলি সংক্ষেপে উল্লেখ করো

শকুন সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থাগুলি সংক্ষেপে উল্লেখ করো।

Ans:

> শকুন সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থাসমূহ:

[I] গৃহপালিত পশুদের চিকিৎসায় ব্যবহৃত ব্যথা উপশমকারী ডাইক্লোফেনাক ওষুধ শকুনের বৃক্ককে নষ্ট করে মৃত্যু ডেকে আনে। এই কারণে 2006 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে ভারত সরকার এই ওষুধের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন।

[II] শকুনের জীবনকাল বেশি হওয়ায় আমাদের দেশের বিভিন্ন স্থানে শকুন পুনর্বাসন কেন্দ্র স্থাপন করে এদের ডিম ফুটিয়ে বাচ্চার জন্ম ও তাদের সংরক্ষণ করার চেষ্টা চালানো হচ্ছে। হরিয়ানার পিঞ্জোর, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়াতে এরকম দুটি পুনর্বাসন কেন্দ্র গড়ে উঠেছে।

[iii] বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় শকুনের সকল প্রজাতিদের সংরক্ষণ করা হয়েছে।

Post a Comment

0 Comments