Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

শকুন পাখির সংক্ষিপ্ত পরিচয় দাও। এদের সংকট ও সংরক্ষণ সম্বন্ধে লেখো।

 শকুন পাখির সংক্ষিপ্ত পরিচয় দাও। এদের সংকট ও সংরক্ষণ সম্বন্ধে লেখো।


• শকুন দেখতে কদাকার, বড়ো আকারের পাখি। এরা মৃতভোজী। প্রাণী, সাফাইকর্মী হিসেবে পরিচিত। গ্রাম বা শহরের প্রান্তে লম্বা অশ্বত্থ, বট, শিরীষ, তেঁতুল, শিমুল গাছে দল বেঁধে থাকে।

সংকট: বহুতল বাড়ি তৈরির কারণে লম্বা গাছগুলি কেটে ফেলার ফলে এদের বাসা বাঁধার জায়গা ক্রমশ হারিয়ে যাচ্ছে আর গৃহপালিত পশুর চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক ওষুধ শকুনের কিডনিকে নষ্ট করে দিয়ে এদের অকালমৃত্যু ডেকে এনেছে।

সংরক্ষণ: শকুন সংরক্ষণের জন্য

ডাইক্লোফেনাক ওষুধ নিষিদ্ধ হয়েছে ও ভারতের বিভিন্ন জায়গায় শকুন পুনর্বাসন কেন্দ্র গড়ে উঠেছে। হরিয়ানার পিঞ্জোর এবং আমাদের রাজ্যের উত্তরবঙ্গের রাজাভাতখাওয়া এরকম দুটি স্থান, যেখানে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় শকুনের সব প্রজাতির সংরক্ষণ করা হচ্ছে।

Post a Comment

0 Comments