Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

শকুনের অস্তিত্ব সংকটাপন্ন হওয়ার কারণ:

 শকুনের অস্তিত্ব সংকটাপন্ন হওয়ার কারণ:

Ans:

[i] বাসস্থানের জন্য বহুতল বাড়ি তৈরির প্রয়োজনে বড়ো। গাছ যথেচ্ছ কেটে ফেলায় শকুনের বাসা বাঁধার জায়গা ক্রমশ হারিয়ে যাচ্ছে।

[ii] পোষা পশুপাখিদের বিভিন্ন অসুখে ব্যবহৃত ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ মৃত প্রাণীদের মাংসপেশিতে থেকে যায়।

শকুন ওই মৃত পশুপাখির মাংস খেলে তাদের বৃক্কের কর্মক্ষমতা নষ্ট হয়ে গিয়ে মৃত্যু ডেকে আনে। শকুনের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে যাওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ কারণ।

iii] গ্রামেগঞ্জে এখন মরা গবাদিপশু ভাগাড়ে না ফেলে মাটিতে পুঁতে দেওয়া হয়, ফলে পর্যাপ্ত খাদ্যের অভাবে শকুনের ছানারা প্রায়শই মারা পড়ে।

Post a Comment

0 Comments