Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

জলাভূমির বৈশিষ্ট্য কী ?

 জলাভূমির বৈশিষ্ট্য কী ?


উত্তর – (ক) জলাভূমির জল স্থির বা বহমান হতে পারে।

(খ) জলাভূমি গােলা বা আবদ্ধ হতে পারে।

গ) জলাভূমি যে-কোনাে আয়তনের হতে পারে।

(ঘ) জলাভূমি অগভীর ও জলে ঢাকা হবে। তবে বর্ষাকালে জলের পরিমাণ বাড়ে।

(৩) জলাভূমির জল লবণাক্ত, কষা ও মিষ্টি হতে পারে।

(চ) জলাভূমি এলাকার মাটি আশেপাশের মাটির থেকে আলগা হয়।

(ছ) এখানে প্রচুর জলজ উদ্ভিদের প্রাচুর্য লক্ষ করা যায়।

Post a Comment

0 Comments