Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

কিন্তু লন্ডন বন্দরকে পুনঃরপ্তানি বন্দর বলে কেন? অথবা, পুনঃরপ্তানি বন্দর কাকে বলে ?

 লন্ডন পুনঃরপ্তানি বন্দর হওয়ার কারণ: একটি বন্দরে মাধ্যমে কিছু পণ্য আমদানি করে পণ্যগুলি পুনরায় ওই একই বন্দরে সাহায্যে বিদেশে রপ্তানি করা হলে তাকে পুনঃরপ্তানি বন্দর বলা হয়। যেমন—লন্ডন একটি পুনঃরপ্তানি বন্দর। এশিয়া ও আফ্রিকার বিল্লি ছাড়ের দেশের উৎপাদিত পণ্য (চা, কফি, তামাকজাত দ্রব্য প্রভৃতি) লন্ড বন্দরে আসে এবং ক্রয়বিক্রয়ের পর এই বন্দর দিয়ে অন্যান্য দেশে রপ্তানি করা হয়। এই একইরকম সুবিধা অন্য বন্দরগুলিতে থাকে ন বলে তারা পুনঃরপ্তানি বন্দর হিসেবে গণ্য হয় না।

Post a Comment

0 Comments