উদারনৈতিক গণতন্ত্র বলতে কি বােঝ?
উত্তর : উদারনৈতিক গণতন্ত্র হল উদারনৈতিক দর্শন ও ভাবধারার ভিত্তিতে প্রতিষ্ঠিত এক বিশেষ ধরনের রাজনৈতিক অবস্থা। উদারনৈতিক গণতন্ত্রের মূল কথা হল কর্তৃত্ববাদের বিরধিতা এবং বাক্স্বাধীনতা, চিন্তার স্বাধীনতার প্রতিষ্ঠা। এই গণতন্ত্রে ব্যক্তি মর্যদা, ধর্মের স্বাধীনতা, সামাজিক সমানাধিকার,গণসার্বভৌমত্ব, জাতিগত সাম্য প্রভৃতি বিষয়ের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। জেমস্ মিল, বেন্থাম প্রভৃতি দার্শনিক এই গণতন্ত্রের বিকাশ সাধন করেন।
0 Comments