Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

শকুন হারিয়ে যাচ্ছে কেন?

 শকুন হারিয়ে যাচ্ছে কেন?

উত্তর: শকুন আগে মরা প্রাণীর মাংস খেয়ে পরিবেশ পরিষ্কার রাখত। এখন গােরুদের ব্যথা কমানাের জন্য ওষুধ দেওয়া হয়, ফলে গােরুর মাংসে বিষ থাকে। ওই বিষযুক্ত মাংস খাওয়ার ফলে শকুনদের মৃত্যু হচ্ছে, ফলে তারা হারিয়ে যাচ্ছে।

Post a Comment

0 Comments