নালন্দা কীজন্য বিখ্যাত ? অথবা, টীকা লেখাে: নালন্দা মহাবিহার।
উত্তর: প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়নের প্রাণকেন্দ্র ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও বিদ্যাচর্চার পীঠস্থানরূপে পরিচিত ছিল। ভারত ও ভারতের বাইরে থেকে বহু ছাত্র এখানে পড়াশােনা করতে আসত। হিউয়েন সাঙের বিবরণ থেকে জানা যায় যে, নালন্দায় একসঙ্গে ১০,০০০ ছাত্র পড়াশােনা করত। পাঠদানের জন্য ছিলেন। ১,৫০০ জন শিক্ষক। এই মহাবিহারে একশােটি শ্রেণিকক্ষ ছিল এবং ছিল একটি বিশাল গ্রন্থাগার। শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে ছাত্রদের কঠোর নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হত। শিক্ষকগণ ছিলেন উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ। হর্ষবর্ধনের সময় এর অধ্যক্ষ ছিলেন পণ্ডিত শীলভদ্র। প্রজ্ঞামিত্র ছিলেন এখানকার শিক্ষক। হিউয়েন সাঙ স্বয়ং এখানে উপস্থিত হয়েছিলেন পাঠগ্রহণের জন্য।
এখানে প্রায় ১৫টি বিষয় পড়ানাে হত, যেমন— বৌদ্ধদর্শন, বেদ, ব্যাকরণ, নীতিশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, গণিত, ভূগােল, ইতিহাস, আয়ুর্বেদ, পালি, সংস্কৃত প্রভৃতি। ছাত্রদের জন্য ছিল বিশাল গ্রন্থাগার, শয়নকক্ষ ও শ্রেণিকক্ষ। উল্লেখ্য যে, নালন্দায় অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু ছিল। গুপ্তরাজগণ। ও পরে হর্ষবর্ধনের অর্থানুকুল্যে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আরও উন্নত হয়।

0 Comments