Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

গ্রীণ পিস (Green Peace) আন্দোলন বলতে কি বোঝো?

গ্রীণ পিস (Green Peace) আন্দোলন বলতে কি বোঝো?

উঃ। ১৯৭১ সাল নেদারল্যান্ডের আমস্টারডমে পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করা হয়। এই সংস্থাটি গ্রীণ পিস ইন্টারন্যাশনাল যা সংক্ষেপে গ্ৰীণ পিস নামে খ্যাত।

গ্রীণ পিস-এর লক্ষ হল – 

(১) জীব বৈচিত্র রক্ষা করা। 

(২) পারমানবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা।

 (৩) পরিবেশের ক্ষতি রোধ করার জন্য জনমত গড়ে তোলা।

 (৪) পরিবেশের সুরক্ষা স্বার্থে দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাওয়া।

Post a Comment

0 Comments