Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

রাসায়নিক কীটনাশক ও সারের ক্ষতিকর প্রভাবগুলি সংক্ষেপে লেখো। রাসায়নিক কীটনাশক ও সারের ক্ষতিকর প্রভাব :

  চাষের জমিতে অত্যধিক কীটনাশক ও সার প্রয়োগ করলে এগুলি নানাভাবে জলাশয়ে মিশে জলদূষণ ঘটায় এবং জলজ প্রাণী ও উদ্ভিদের দেহে বিষক্রিয়া দেখা যায়।


i কীটনাশকগুলি স্প্রে করার সময় নাক ও মুখের মাধ্যমে দেহের নানা অঙ্গে বিষক্রিয়া ঘটায়


iii কীটনাশক ও সার মাছের দেহে প্রবেশ করে। ওই মাছ খাওয়ার পর মানুষের দেহের নানা অঙ্গে (যকৃৎ, মস্তিষ্ক, বৃক্ক, হৃৎপিণ্ড, ফুসফুস) তা জমা হয়ে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে দেহে নানা রোগ সৃষ্টি করে।


iv বিভিন্ন শাকসবজি, ফল, শস্যজাতীয় গাছে ফুলে মধু সংগ্রহ করে পরাগমিলনে সাহায্যকারী পতঙ্গগুলিও ( মৌমাছি, প্রজাপতি ইত্যাদি) কীটনাশকের প্রভাবে মারা যায়। এভাবে ফসলের শত্রুপোকাদের সঙ্গে বন্ধুপোকাদেরও মৃত্যু ঘটায়, ফসল উৎপাদন ব্যাহত হয়।

Post a Comment

0 Comments