যাতে বৈদ্যুতিক তারের সঙ্গে অন্য বস্তুর বা মানুষের সরাসরি সংযোগ না হয়, তাই PVC (পলিভিনাইল ক্লোরাইড)–পলিমারের আস্তরণ দেওয়া থাকে। PVC—অন্তরক পদার্থ, কারণ এগুলি তড়িতের কুপরিবাহী। এটি ব্যবহারের ফলে শক্ লাগার ভয় থাকে না।তারের রং দেখে বোঝা যায় সেটি বৈদ্যুতিক লাইনে কী হিসাবে ব্যবহৃত হয়— লাল তার লাইভ তার, কালো তার—নিউট্রাল তার, সবুজ তার—আর্থিং তার।
0 Comments