Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

নিউটনের প্রথম গতিসূত্র থেকে কীভাবে বলের সংজ্ঞা পাওয়া যায় ?

 নিউটনের প্রথম সূত্র থেকে পাই, কোনো বস্তু নিজে থেকে তার অবস্থান পরিবর্তন ঘটাতে পারে না, তার পরিবর্তনের জন্য বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়। এই কিছু একটাকে আমরা বল বলতে পারি। বলের সংজ্ঞারূপে তাই বলা যায়—“বাইরে থেকে প্রযুক্ত হয়ে যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, কিংবা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতি পরিবর্তন করে বা করতে চায় তাকেই বল বলে।”


Post a Comment

0 Comments