Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

উৎসর্গীকৃত অ্যানোড ও ক্যাথোডীয় সংরক্ষণ কী ?

 মাটির নীচে থাকা তেল বা জলের লোহার পাইপে মরচে ধরার সম্ভাবনা থাকে। এজন্য ঐ লোহার পাইপের সাথে, Fe অপেক্ষা বেশি সক্রিয় (যেমন—Mg) একটি ধাতুর ব্লক বা টুকরো যুক্ত রাখা হয়। ফলে Fe-র পরিবর্তে Mg জারিত হয়ে Mg2+-এ পরিণত হয় এবং ক্ষয় পায়। এক্ষেত্রে Mg অ্যানোড এবং Fe ক্যাথোড। যেহেতু অ্যানোড Mg এর জারিত হওয়ার জন্য ক্যাথোড Fe অক্ষত থাকে, তাই Mgকে উৎসর্গীকৃত অ্যানোড এবং পদ্ধতিকে ক্যাথোডীয় সংরক্ষণ বলে।

Post a Comment

0 Comments