Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

শ্বাসমূল কী এবং এর কাজ কী ?

 শ্বাসমূল: সমুদ্র উপকূলের জলে ঢাকা লবণাক্ত কাদামাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি পূরণের উদ্দেশ্যে প্রধানমূলের অনেকগুলি শাখা অভিকর্ষের বিপরীতে সোজাভাবে গোঁজের মতো ওপরে উঠে আসে। অসংখ্য ছিদ্রযুক্ত এই বায়ব মূলকে শ্বাসমূল বলে। এই ছিদ্রগুলির সাহায্যে এই জাতীয় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে অক্সিজেন শোষণ করে। কাজ: শ্বাসমূলের সাহায্যেই লবণাম্বু উদ্ভিদ (সুন্দরী) বাতাসের অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়।

Post a Comment

0 Comments