Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

সরল পেরিস্কোপ কী ? কোন নীতির ওপর ভিত্তি করে এই যন্ত্র গঠিত হয় ?

 সামনে কোনো বাধা থাকার জন্য কোনো বস্তুকে সরাসরি দেখা সম্ভব না হলে যে-যন্ত্রের সাহায্যে দুটি সমান্তরাল দর্পণে ক্রমিক প্রতিফলন ঘটিয়ে ওই বাধা অতিক্রম করে বস্তুটি দেখা যায়, তাকে সরল পেরিস্কোপ বলে।


 নীতি: পরস্পর সমান্তরালভাবে রাখা দুটি দর্পণে আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে এই যন্ত্র তৈরি করা হয়। প্রতিটি দর্পণে আপতিত ও প্রতিফলিত রশ্মির অন্তর্বর্তী কোণ 90° হয়।

Post a Comment

0 Comments