শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়। সেই সময় ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটা গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের ওপরে পড়ে জমা হয়, এভাবে শিশির সৃষ্টি হয়। এটি উভমুখী ভৌত পরিবর্তনের একটি ঘটনা। গ্রীষ্মকালের রাতে বাতাস গরম থাকে, ফলে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় না, আর শিশিরও জমে না।
1 Comments
Thanks for it
ReplyDelete