নক্ষত্রমণ্ডল কাকে বলে ?
উত্তর: রাতের আকাশে কাছাকাছি অবস্থিত তারা বা নক্ষত্র গুলিকে কাল্পনিকভাবে যােগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এই কাল্পনিক আকৃতির তারার সমষ্টিকে নক্ষত্রমণ্ডল বলে। উত্তর আকাশে সাতটি উজ্জ্বল তারাকে যােগ করে এই নক্ষত্রমণ্ডল কল্পনা করা হয়েছে। যেমন-সপ্তর্ষিমণ্ডল একটি নক্ষত্রমণ্ডল।
0 Comments