বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক গুলির ওপর একটি বল প্রয়োগ করে। এই বলের ক্রিয়ায় গুলিটি সামনের দিকে প্রবল বেগে ছোটে। গুলিটিও বন্দুকের ওপর সঙ্গে সঙ্গে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। ফলে, বন্দুকটি পিছনের দিকে সরে যায়। তাই যে বন্দুক ছোড়ে সে বন্দুকের গতিকে বাধা দেয় বলে একটি ধাক্কা অনুভব করে।

0 Comments