Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

কাচদণ্ডকে রেশম দিয়ে ঘষা হলে কাচ ও রেশমে কী তড়িৎ উৎপন্ন হয় এবং কেন ?

 কাচদণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণ করলে কাচ থেকে ইলেকট্রন রেশমে যায়। ফলে কাচ ধনাত্মক ও রেশম ঋণাত্মক আধার লাভ করে।কাচ – ইলেকট্রন ধনাত্মক আধানে আহিত কাচ রেশম + ইলেকট্রন ঋণাত্মক আধানে আহিত রেশম কাচ থেকে যতগুলি ইলেকট্রন রেশমে যায়, তত সংখ্যক ধনাত্মক আধান কাচ লাভ করে। আবার রেশম সমসংখ্যক ইলেকট্রন নিয়ে সমান সংখ্যক ঋণাত্মক আধানে আহিত হয়, অর্থাৎ ঘর্ষণে সমপরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক দুই বিপরীত জাতীয় আধান সৃষ্টি হয়।


Post a Comment

0 Comments