Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

রবিমার্গ কাকে বলে ?

 পরিক্রমণ গতির সময় পৃথিবীর অক্ষ 66° কোণে হেলে থাকায়, বছরের বিভিন্ন সময় সূর্য ঠিক পূর্ব আকাশে না-উঠে উত্তর বা দক্ষিণ দিক ঘেঁষে ওঠে। পৃথিবীর এই হেলানো অক্ষের জন্য বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এর ফলে আপাতভাবে মনে হয় যে, সূর্য পৃথিবীর বিষুবরেখা (0°) থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা ( 232° উ.) এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা (232° দ.) পর্যন্ত চলাচল করে। এই পথকে রবিমার্গ ও চলাচলকে সূর্যের আপাত বার্ষিক গতি বলে ৷

Post a Comment

0 Comments