নিরক্ষরেখাকে 'বিষুবরেখা' বলা হয় কেন?
উত্তর-বিষুব' কথাটির অর্থ সমান রাত্রি নিরক্ষরেখার ওপর সারা বছর দিন-রাত্রির দৈর্ঘ্য সমান (১২ ঘণ্টা দিন + ১২ ঘণ্টা রাত্রি) হয় বলে রেখাটির আর এক নাম বিষুবরেখা। তাছাড়া, একমাত্র নিরক্ষরেখাই পৃথিবীকে সমান দুই অর্ধে ভাগ করে—উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ। সুতরাং এজন্যও নিরক্ষরেখাকে ‘বিষুবরেখা’ বলা সার্থক।

0 Comments