পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কাকে বলে?
উত্তর- পৃথিবী নিজের মেরুদণ্ডের চারদিকে আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে অনবরত সূর্যকে প্রদক্ষিণ বা পরিক্রমা করে চলেছে। সূর্যকেন্দ্রিক পৃথিবীর এই ধরনের গতিকে বলে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমা করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।

0 Comments