ঋতু এবং ঋতু পরিবর্তন কাকে বলে?
উত্তর-সূর্য পৃথিবীর আলো ও তাপের উৎস। সূর্যরশ্মিতে ভূ-পৃষ্ঠ উত্তপ্ত হয়। কিন্তু পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি, কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখার ৬৬১/২° কোণে অবস্থিতি প্রভৃতি কারণে ভূ-পৃষ্ঠের সর্বত্র সূর্যরশ্মি সারা বছর সমানভাবে পড়ে না। ফলে কোন জায়গায় কখনও হয় শীত, আবার কখনও হয় গরম। শীত ও গরমের এই পার্থক্য অনুসারে বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটি ভাগকে বলে ঋতু। আর এই শীত ও গরমের পর্যায়ক্রমিক পরিবর্তনের নাম ঋতু পরিবর্তন।
0 Comments