জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কি বোঝ?
উত্তর-লবণাম্বু উদ্ভিদের পাকা ফল মাটিতে পড়ার আগে বৃক্ষ-সংলগ্ন থাকা অবস্থায় ফলের বীজের ভেতর যে অঙ্কুরোদগম ঘটে, তাকে জরায়ুজ অঙ্কুরোদগম বলে। এরপর স্ বিচ্ছিন্ন হয়ে মাটির ওপর পড়লে বীজপত্রাবকাণ্ড মাটিতে গেঁথে যায়। ফলে ভ্রূণটি নোনা জল ও মাটির সংস্পর্শে নষ্ট হয়ে যায় না।

0 Comments