লুপ্তপ্রায় অঙ্গ কি?
উত্তর- পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাণিদেহে, এমনকি কিছু উদ্ভিদদেহে যদি একদা সক্রিয় থাকা অঙ্গগুলির কর্মক্ষমতা হ্রাস পেয়ে কার্যবিহীন অঙ্গে পরিণত হয়, তবে ওই সমস্ত অঙ্গকে লুপ্তপ্রায় অঙ্গ বলে। যেমন— মানুষের কক্সিক্স ভার্টিব্রা।

0 Comments