লোয়েস ভূমি বা লোয়েস সমভূমি কী?
উত্তর- বায়ুর সঞ্চয়কার্যের অন্যতম নিদর্শন হল লোয়েস ভূমি বা লোয়েস সমভূমি। মরুভূমির সূক্ষ্ম বালুকণা, মৃত্তিকা প্রভৃতি বায়ুপ্রবাহের মাধ্যমে বাহিত হয়ে বহু দূরে চলে যায় এবং সেখানে সঞ্চিত হয়ে যে নতুন ভূমিরূপ সৃষ্টি করে, তাকে বলে লোয়েস ভূমি বা লোয়েস সভূমি। উদাহরণ মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে প্রতি বছর শীতের সময় মৌসুমী বায়ুর মাধ্যমে বিপুল পরিমান বালুকারাশি উত্তর চীনের হোয়াংহো নদী উপত্যকায় সঞ্চিত হয়ে লোয়েস ভূমি গঠন করেছে। এই গভীরতা ৩০ মিটার থেকে ২০০ মিটার। একইভাবে আফ্রিকার সাহারা মরুভূমি থেকে বালি উত্তে এসে ইস্রায়েলের দক্ষিণাংশে লোয়েস ভূমি গঠিত হয়েছে। পৃথিবীর অন্যান্য স্থানেও কিছু লোয়েস ভূমি দেখা যায়। যেমন—ইউরোপের ফ্রান্সে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি-মিসৌরী নদী উপত্যকার কোন কোন স্থানে।

0 Comments