পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন?
উত্তর-যে বস্তু কমলালেবুর মতো গোলাকার এবং দুই প্রান্তে সামান্য চাপা, তাকে বলে অভিগত গোলক। পৃথিবীর আকৃতি গোলাকার হলেও তা সম্পূর্ণ গোল বা বৃত্ত নয় কমলালেবুর মতো উত্তর-দক্ষিণ মেরুপ্রান্তে সামান্য চাপা এবং মধ্যভাগ বা নিরক্ষীয় অঞ্চলে সামান্য স্ফীত। তাই পৃথিবীকে অভিগত গোলক বলা হয়।
0 Comments