অক্ষাংশ এবং অক্ষরেখার মধ্যে পার্থক্য কী?
উত্তর- নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন জায়গার কৌণিক দূরত্বের মান হল। অক্ষাংশ। আর অক্ষরেখা হল একই কৌণিক মানে অবস্থিত অনেকগুলি জায়গার ওপর দিয়ে অস্তিত একটি কাল্পনিক বৃত্তাকার (পূর্ব-পশ্চিমে বিস্তৃত) রেখা।
0 Comments