Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

‘দীন-ই-ইলাহি’ কী ? এর গুরুত্ব কী ছিল ?

‘দীন-ই-ইলাহি’ কী ? এর গুরুত্ব কী ছিল ? 

Ans:

বাদশাহ আকবর সকল ধর্মের সারবস্তুর সমন্বয় করে একটি ব্যক্তিগত ধর্মমত গড়ে তুলেছিলেন। একেই ‘দীন-ই-ইলাহি’ বলা হয় । আকবরের ধর্মীয় উদারতা ও বিচক্ষণতায় ১৫৮২ খ্রিস্টাব্দে দীন-ই ইলাহির উদ্ভব হয়। ইসলাম, হিন্দু, সুফি, খ্রিস্টান প্রভৃতি ধর্মের সার সমন্বয়ে এটি গড়ে উঠেছিল। এর মূলকথা ছিল ঈশ্বর এক ও অভিন্ন।

গুরুত্ব: আকবর সকলের প্রতি সহনশীলতা ও বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ দূর করার জন্য ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তন করেছিলেন।

Post a Comment

0 Comments