মিসিং লিঙ্ক বা হৃত যোজক কি?
Ans:
অধুনা লুপ্ত যে সকল জীবাশ্ম দু'টি গোষ্ঠীর জীবের মধ্যে গ্যাপ পূরণ করতে সমর্থ তাদের মিসিং লিঙ্ক বা হৃত যোজক বলে। যেমন—আরকিওপ্টেরিক্স নামক জীবাশ্ম সরীসৃপ ও পক্ষীর মধ্যে গ্যাপ পূরণে সমর্থ, তাই আরকিওপ্টেরিক্স একটি হৃত যোজক।
0 Comments