মরুকরণ
বিভিন্ন কারণেই জমির মরুকরণ ঘটতে পারে। আবহাওয়া ও জলবায়ুর বড়োসড়ো পরিবর্তন মরুকরণের একটি প্রধান কারণ। এছাড়া বাকি গুরুত্বপূর্ণ কারণগুলি প্রায় সবই মনুষ্য সৃষ্ট। মানুষ নিজেদের প্রয়োজনে গবাদিপশুর চারণ ভূমি বাড়িয়ে চলেছে। জ্বালানির জন্য বন কেটে সাফ করে দিচ্ছে এবং বিপুল জনসংখ্যার চাহিদা সামলাতে চাষের জমি বাড়িয়েই চলেছে। এসবই মরুকরণের গুরুত্বপূর্ণ কারণ। মরু অঞ্চলে এবং আধা মরুভূমি অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে মানুষ বসবাস করলেও তার পরিমাণটাও খুব একটা কম নয়। গোটা পৃথিবীতে এই শুষ্ক মরু অঞ্চল এবং আধা শুষ্ক মরু অঞ্চল প্রায় ৩৩ শতাংশ জুড়ে ছড়িয়ে আছে এবং সেখানে বসবাসকারী মানুষের সংখ্যা ৭০০০ লক্ষ বা বিশ্ব জনসংখ্যার ৮ শতাংশ।
0 Comments