নতুন পাথরের যুগের মানুষ কোন কোন দিকে নতুন ছিল?
উত্তর : যেমননতুন পাথরের যুগের মানুষ অনেক ক্ষেত্রেই নতুন ছিল।
এই যুগে পাথরের হাতিয়ারগুলো ছিল আগের থেকে আরও উন্নত।
এই যুগের মানুষ কৃষিকাজ শিখেছিল। তারা নিজেদের খাদ্য উৎপাদন করতে শিখেছিল।
তারা যাযাবর জীবনযাপন ছেড়ে চাষের খেতের পাশে স্থায়ী বসতি গড়ে তুলেছিল।
0 Comments