ভুটানের ভূ-প্রকৃতি ও নদ-নদীর বিবরণ দাও।
Ans:
ভূ-প্রকৃতি: ভুটান পূর্ব-হিমালয়ে অবস্থিত এবং বহু সমান্তরাল পর্বতশ্রেণীর সমষ্টিমাত্র। এই পর্বতশ্রেণীগুলির মধ্যে বহু উপত্যকা চোখে পড়ে। দক্ষিণ সীমায় তোর্সা নদীর পূর্বে শিবালিক পর্বতশ্রেণীকে দেখা যায়। এখানকার উল্লেখযোগ্য পর্বতশ্রেণী মাসাং-কিংডু এবং চামোলারী সর্বোচ্চ শৃঙ্গ (৭,৩১৪ মি.)। অন্যান্য শৃঙ্গগুলির মধ্যে লিংসিলা (৫,৬৫৩ মি.) কুলকাড়িং (৭,২৯০ মি.) উল্লেখযোগ্য। লিংসিলা ও ইউলিলা গিরিপথ দুটি ভুটানকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে।
■ নদনদী: মানস (ভুটানের দীর্ঘতম নদী), তোর্সা, জলঢাকা, রায়ডাক, সঞ্চোশ, তিচু ও ওয়াংচু ভুটানের প্রধান নদনদী। এই
নদনদীগুলোর প্রায় প্রত্যেকটিই দক্ষিণদিকে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদে পতিত হয়েছে। বর্তমানে ভারতের সহযোগিতায় এই দেশের ওয়াংচু ও তিচু নদীর সংযোগস্থলে জলাধার নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পটির নাম চুখা জলবিদ্যুৎ প্রকল্প।
0 Comments