Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

শকুনকে সাফাইকর্মী বলে কেন? অথবা, এরা কীভাবে পরিবেশকে দূষণমুক্ত রাখে?

 শকুনকে সাফাইকর্মী বলে কেন? অথবা, এরা কীভাবে পরিবেশকে দূষণমুক্ত রাখে?

▶ ভাগাড় বা আবর্জনাস্তূপের মরা জীবজন্তুর দেহ খেয়ে শকুন বেঁচে থাকে। গ্রাম ও শহরের যাবতীয় আবর্জনাস্তূপ থেকে মৃত পশুর শব খেয়ে এরা নোংরা পরিষ্কার করে, ফলে পচা দুর্গন্ধ ও দূষণের হাত থেকে পরিবেশ রক্ষা পায়, রোগজীবাণু বিস্তার লাভে বাধা পায়, এজন্য এদের সাফাইকর্মী বলে।

Post a Comment

0 Comments