Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ' কাকে এবং কেন বলা হয় ?

 তর লিপারি দ্বীপের স্ট্রম্বলিকে ‘ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ’ বলা হয়। কারণ, ভূমধ্যসাগরে অবস্থিত লিপারি দ্বীপের স্ট্রম্বলি হল একটি জীবন্ত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাস জ্বলে রাতের আকাশকে আলোকিত করে রাখে, যা অনেক দূর থেকে দেখা যায়। এই কারণে স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ‘ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ’ বলা হয়।

Post a Comment

0 Comments