Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

শ্রমিক কার্ড কি? কিভাবে আবেদন করবেন? e-SHRAM Card Registration & Apply 2021 @eshram.gov.in

শ্রমিক কার্ড কী? অসংগঠিত শ্রমিকদের জন্য একটি Online Shramik card এর ব্যবস্থা করা হয়েছে Government of India দ্বারা। এটি হল যারা Shramik , Labour কাজ করে তাদেরকে একত্রিত করার একটি প্রয়াস। যার ফলে কেন্দ্রীয় সরকারের কাছে একটি পরিপূর্ণ Data থাকবে যে কারা কারা শ্রমিক ও তাদেরকে নিয়ে বিভিন্ন সরকারী যোজনা, প্রকল্প আনা হবে। এতিমধ্যে দুর্ঘটনা জনিত 2লক্ষ টাকার একটি সুবিধা পাবেন যাদের Shramik Card / e-Shram card রয়েছে।


অর্থাৎ ই শ্রম কার্ড বা শ্রমিক কার্ড হল সমস্ত শ্রমিকদের জন্য ভারত সরকার দ্বারা শ্রমিকের e Card (Online Card) যেখানে প্রতিটি শ্রমিককের সমস্ত তথ্য থাকবে।




কিভাবে এই Shramik Card এর আবেদন করবেন? কারা কারা আবেদন করতে পারবেন শ্রমিক কার্ডের জন্য? এই শ্রমিক কার্ড এর গুরুত্ব? শ্রমিক কার্ড করলে কী কী সুবিধা পাবেন? ইত্যাদি নিয়েই আজকের আমাদের এই আর্টিকেলটি অর্থাৎ এই লেখাটি সাজিয়েছি।




e Shram Card Online Registration and Apply 2021



Government of India সমস্ত শ্রমিকদের Database of Unorganized Workers করার জন্য এই e-Shram Card Portal খুলেছে। খুবই গুরুত্বপূর্ণ সুখবর কারা বিভিন্ন শ্রমিক হিসাবে কাজ করে তাদের। এবারে ভারতের সমস্ত রাজের শ্রমিকরা এই কার্ডের জন্য এপলাই করতে পাবেন।


Sramik Card পেতে আপনাদের Online এ যে কোনো CSC Centar এ গিয়ে বা নিজেই আবেদন করতে পারবেন।


কিভাবে আবেদন করবেন ই শ্রম কার্ডের জন্য তা নিচে স্পষ্ট করে আমরা আলোচনা করে রেখেছি।


eshram.gov.in official Website থেকে Shramik Card Registration and Apply করা যাবে।



Eligibility of Shramik Card Apply & Registration 2021



Who can apply for eshram card? কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন এই নিয়ে বিস্তারিত জানা যাক। এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন যাদের বয়স 16 থেকে 59 এর মধ্যে রয়েছে।


মহিলা ও পুরুষ উভয়েই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।




ক্ষুদ্র ও প্রান্তিক চাষী


কৃষি শ্রমিক


জেলে মানুষ


পশুপালনের শ্রমিক


বিল্ডিং ও নির্মাণ শ্রমিক


চামড়া শ্রমিক


তাঁতি ছুতার


লবণ শ্রমিক


ইট ভাটা এবং পাথরের খনিতে শ্রমিক


কল কারখানায় নিযুক্ত শ্রমিক


খবর কাগজ বিক্রেতা


অটো ড্রাইভার


পরিযায়ী শ্রমিক



১০০ দিনের কাজের শ্রমিক


গৃহ নির্মাণ কর্মী


স্ব-নিযুক্ত কর্মী


অসংগঠিত শ্রমিক


প্রতিদিন কর্মরত মজুরি শ্রমিক


ESIC যুক্ত নন এমন কর্মী


EPFO যুক্ত নন এমন কর্মী




এই সমস্ত শ্রমিক Shramik card এর জন্য আবেদন করতে পারবেন।




(আপনি কোন কাজের সঙ্গে যুক্ত আমাদের কমেন্ট করে জানান)





Important Documents for Apply e Shram কার্ডের


এই কার্ডের আবেদন করার জন্য বিশেষ কিছু ডকুমেন্টস (Documents) এর প্রয়োজন হবে, সেগুলি হল -


Name of Beneficiary


Occupation of Beneficiary


Permanent Address


Adhaar Card


Educational qualification Details


Skill and Experience details


Family Members Details


Aadhaar Number


A valid Mobile number linked with Aadhar Card.


Any Bank Account Number


IFSC code


Voter Id card (if available)




আবেদন করার আগে উপরে বলা Documents গুলি সঙ্গে রাখবেন।




eShram Card Benefits ( শ্রমিক কার্ডের সুবিধা)



Shramik Card Benefits কী? এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।




দেখুন কেন্দ্রীয় সরকার সমস্ত শ্রমিকদের কার্ডের ব্যবস্থা করছেন। এতে শ্রমিকদের তাদের Id কার্ড থাকবে। যার ফলে সরকারী বিভিন্ন প্রকল্পের জন্য এই e-shram card লাগবে। এমন কিছু সুবিধা দেওয়া হবে যা নির্দিষ্ট করে শ্রমিকদের উদ্যেশে।


এতিমধ্যে Accidental Insurance এর জন্য 2 লক্ষ টাকা দেওয়া হবে "PMSBY"(পি এম স্বাস্থ্য বীমা যোজনা) মাধ্যমে।


যাদের এই কার্ড রয়েছে তারা এই সুবিধা পাবেন এবং এছাড়া আরো অনেক সুবিধা পাবে যাদের এই Shramik Card থাকবে।




তাই, প্রত্যেকেই যারা শ্রমিক রয়েছেন বিভিন্ন


কাজের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই এই কার্ড এর জন্য apply করে রাখুন।




How to Register and Apply for an E Shram Card?

How to apply Shramik Card 2021


E-Shram Card Registration ও Application দুভাবে করা যায়।

1) Self Registration

2) CSC Centar এ গিয়ে Registration ও apply.


যদি আপনি নিজে না করতে পারেন তাহলে আপনার পাশাপাশি CSC Computer Center এ গিয়ে Shramik Card এর আবেদন করতে পারবেন।

কিভাবে শ্রমিক কার্ডের রেজিস্ট্রেশন ও আবেদন করবেন তা নিচে Step By Step আলোচনা করে দেওয়া আছে।




Post a Comment

0 Comments