পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরুব্যাস অপেক্ষা বেশি কেন?
উত্তর-পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ১২,৭৫৭ কিমি. এবং মেরুব্যাস ১২,৭১৪ কিমি, অর্থাৎ নির ব্যাস মেরুব্যাস অপেক্ষা ৪৩ কিমি. বেশি। নিরক্ষীয় ব্যাস মেরুব্যাস অপেক্ষা সামান্য বেশি হও কারণ হিসাবে বিজ্ঞানীরা মনে করেন যে, কোন গোলাকার বস্তু তার অক্ষরেখার চারদিকে অন আবর্তন করলে বস্তুটির মাঝখানে সবচেয়ে বেশি কেন্দ্রাতিগ বা কেন্দ্ৰবহির্মুখী শক্তি তৈরি হয়। প নিজের মেরুরেখা বা অক্ষরেখার চারদিকে অনবরত আবর্তন করে চলেছে। তাই তরল থেকে নরম এবং পরে কঠিন হওয়ার সময় আবর্তমান পৃথিবীর মধ্যভাগ বা নিরক্ষীয় অঞ্চল ঐ কেন্দ্ৰব শক্তির প্রভাবে মেরু অঞ্চলের তুলনায় সামান্য একটু স্ফীত হয়ে যায়। আর এই স্ফীতির নিরক্ষীয় ব্যাস মেরুব্যাস অপেক্ষা (৪৩ কিমি.) বেশি।
0 Comments