Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

নিরক্ষরেখাকে 'মহাবৃত্ত' বলা হয় কেন?

 নিরক্ষরেখাকে 'মহাবৃত্ত' বলা হয় কেন?

উত্তর- যখন কোন বৃত্তের সাহায্যে পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করা হয় তখন ঐ বৃত্তটিকে বলে মহাবৃত্ত। অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখাই পৃথিবীকে উত্তর ও দক্ষিণ এই দুটি সমান গোলার্ধে ভাগ করে। এজন্য একমাত্র নিরক্ষরেখাকেই মহাবৃত্ত বলে।

Post a Comment

0 Comments