লবণাক্ত পরিবেশ, বিশেষত সমুদ্রে বসবাসকারী প্রাণীদের দেহের কলাকোশে ও সেই পরিবেশের মধ্যে জলসাম্য বজায় রাখার জন্য এবং ওইসব প্রাণীদের ফুলকায় লবণ ও বিভিন্ন আয়নের প্রবেশ ও বেরিয়ে যাওয়া নিয়ন্ত্রণের জন্য যে-কোশ থাকে, সেটিই হল ক্লোরাইড কোশ। সামুদ্রিক তরুণাস্থিযুক্ত মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীদের দেহে এই কোশ থাকে।
0 Comments