আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি হয়েছে কেন?
উত্তর-‘অহ্ন' শব্দটির অর্থ 'দিন'। 'অহ' থেকেই 'আহ্নিক' শব্দটির উৎপত্তি। নিজের মেরুদণ্ডের চারদিকে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড অর্থাৎ ২৪ ঘণ্টা বা একদিন। পৃথিবীর একবার সম্পূর্ণ আবর্তনের সময়কে একদিন বা এক অহ্ন ধরা হয় বলে এই গতিকে পৃথিবীর আহ্নিক গতিও বলে।
0 Comments