Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

পৃথিবীর কক্ষ বা কক্ষপথ ও কক্ষতল কাকে বলে?

 পৃথিবীর কক্ষ বা কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? 

উত্তর-যে নির্দিষ্ট পথ ধরে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, সেই পথটিকে বলে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ। এই কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার এবং পরিধি প্রায় ১৬ কোটি কিমি. পৃথিবীর কক্ষপথটি যে সমতলে আছে, তাকে বলে পৃথিবীর কক্ষতল। পৃথিবীর কেন্দ্র একই কক্ষতলে অবস্থিত। 

Post a Comment

0 Comments